Sunday, June 3, 2018

দুই বাংলাতেই দেখি হাংরি জেনারেশনের প্রতি ঈর্ষা । কেন ?

হাংরি জেনারেশন আন্দোলনকে লেখক ও কবিরা ঈর্ষা করেন তার কারণ তাঁরা সেই ষাটের যুবকদের মতো বেপরোয়া হতে পারেননি । তাঁরা নিজেদের যৌবনে এবং বার্ধক্যে পৌঁছে হাংরি জেনারেশনকারীদেদের আক্রমণ করেন নিজেদের বিফলতার কারণে । যাঁরা আক্রমণ করেন তাঁরা হাংরিদের মতো সীমালঙ্ঘনকারী কবিতা ও গল্প-উপন্যাস লিখতে পারেননি । কয়েকজন হাংরিদের গদ্যকে তুলনা করেছেন বিট লেখক উইলিয়াম বারোজের গদ্যের সঙ্গে । বোঝা যায় যে তাঁরা হাংরিদের গল্প উপন্যাস প্রবন্ধের বই পড়েননি । অনেকে হাংরিদের কবিতাকে তুলনা করেন বিট জেনারেশনের কবিদের কবিতার সঙ্গে । বোঝা যায় যে তাঁরা বিট কবিদের কবিতা পড়েননি এবং হাংরিদের কবিতাও পড়েননি । আলোচনার সময়ে তাঁরা পাশাপাশি দুই আন্দোলনের কবিতাকে বা গদ্যকে তুলনা করেন না । বিট সাহিত্যিকরা সুররিয়ালিস্টদের দ্বারা প্রভাবিত লেখার সময়ে পশ্চিমা আলোচকরা পাশাপাশা দুই আন্দোলনের কবিতা ও গদ্যকে তুলনা করার প্রয়াস করেন।
ঈর্ষার কারণ নিঃসন্দেহে আলোচকদের হীনম্মন্যতা ।