হাংরি আন্দোলনের
ব্যাপারটা আমার কাছে
আজও এক আরোপিত
প্রচেষ্টা মনে হয়।
বিদেশের যে অ্যাংরি
জেনারেশনের অনুকরণে
হাংরির জন্ম, তার মূলে
ছিল পশ্চিমি বৈভবের ফলে
সব সহজে পেয়ে যাওয়ার এক
মানসিক ক্লান্তি -- যার
চূড়ান্ত প্রকাশ, 'মানি
কান্ট বাই মি লাভ'-এ। সেই
অ্যাঙ্গার ছড়িয়ে
পড়েছিল সারা পশ্চিমি
দুনিয়ায়। তারই ফলে
বিশ্ববিদ্যালয়গুলিতে
ক্যাম্পাস
রেভোলিউশনের জন্ম
হয়েছিল। নিউইয়র্ক শহরে
শুরু হয়েছিল কবিতা
আন্দোলন। বাংলায় যে
হাংরি আন্দোলনের উৎস
ঠিক কী ছিল তা আজও আমার
কাছে পরিষ্কার নয়। এই
গোষ্ঠীর কবিদের লেখা
পড়ে আমার মনে হতো যৌন
ক্ষুধাই যেন তাঁদের
হাঙ্গারের উৎস। তাঁদের
লেখায় দেখি অকারণ
যৌনতার ছড়াছড়ি। তাছাড়া
এই আন্দোলনের সবচেয়ে
পরিচিত মুখ তো গর্ব করে
বলতেই ভালোবাসেন যে
তাঁকে অশ্লীলতার দায়ে
কারাবন্দী করা হয়েছিল।
No comments:
Post a Comment