Friday, December 14, 2018

ইমরান মেহেদীর ঈর্ষা

 
হাংরি জেনারেশন // ইমরান মেহেদী
.
বুলেটিন! বুলেটিন! বুলেটিন!
চোখের পুকুরে টুপটাপ ছায়াচিত্র;দৃশ্যলোক।
তারার ঠোঁটে দগ্ধ সিগারেট ঝাঁঝালো স্লোগান।
মন ছুঁয়ে তীক্ষ্ণ আলপিন বৃষ্টিপাত;বিমূর্ত কোলাজ।
অভিমানের রানওয়ে জুড়ে জোনাকীর কিচিরমিচির।
আলোর পরাবাস্তবতার সফট্ টাচ টাঙ্গিয়ে দিয়ে
রেঁনেসা মিছিল,রংমশাল;লেটস গো--অপারেশন হাংরি মুভমেন্ট!
রসুই ঘরে আস্বাদনম্মুখ জিহবা আত্মতৃপ্তির ঝলসে যাওয়া কম্পোজিশন।
.
বন্ধুরা আলো পারে;জোছনা ফুলে লেখে নাম,অবিরাম।
আমরা ছুটছি অন্য আলোর সন্ধানে!
আমাদের গ্রাম,শহর অক্ষর ভরা আলোক চিত্র;শিল্পাকাশ খামার।
বুলেটিনে বদলে যাওয়া জীবন কবির ইস্তেহার।
নতুন সূর্যের লালিমা হস্তগত করার প্রত্যয় কফিশপে নব চেতনার বিস্ফোরণ;নব জাগরণ।
.
কবিতার ডায়েরীতে রাষ্ট্রতন্ত্রের গাছ পুড়ছে দ্রোহের অগ্নিৎপাতে।
প্রতিবাদ ভিনদেশী তারায় তারায় আলোড়ন,গুঞ্জন।
ডাকছে মেঘনাদ,বন পাতা,নীল শব্দ,মিছিলের নিখিল;
দুষ্টমি লুটোপুটি চড়ুইভাতি;রাষ্ট্রের সাথে কানামাছি,সাপ-লুডু।
একটি গাছের নীচে দ্রোহের পাঠ; আগুন প্রেমের রঙ্গন গান।
.
ভবঘুরে ঋষি,দেহতত্ত্ব বাউল,প্রথা বিমুখ কবিয়াল রঙরুটে হাঁটছে ফাগুন নদী!
ধারা,উপবিধির ব্যারিকেড ভেঙ্গে তছনছ;মামলা,জেল,জুলুম সব কিছু তুচ্ছ।
ভেঙ্গেছে শব্দের শৃঙ্খল।
পাখীদের ষ্টুডিওতে জীবনমুখী লিরিকস্!
গানবাড়ি হয়ে আছে দগ্ধ পৃথিবী।
ক্ষুধার্ত কলমের ক্ষ্যাপামো!
অবৈধ যৌনাচার,রক্তবীজ,পুঁজ,ক্ষত সংক্রমিত সমাজ ব্যবস্থায় প্রতিবাদী বাক্যতত্ত্বের ঘৃণ্য ধিক্কার,সমুচিত শ্লেষাত্বক লাথি।
.
রোদের সেলুলয়েডে শুকাচ্ছে দুখিনীর আটপৌড়ে স্বপ্ন;অস্ফুটো স্মৃতির আঁধার।
ভিজে যাওয়া বয়স শীতে জবুথবু খুঁজে ফেরে কবিতার ওম।
জোছনার অনুবাদ করা হলে এক গ্লাস জীবন হাসছে খলখল শব্দে!
সূর্যের আশ্রমে মায়ের গল্প লিখে রাখে মেঘ চারকোলে আঁকা পোট্রেয়ট!
এসব ছড়িয়ে গেলো ঝরা পাতার মতো কফিশপ,কলেজস্ট্রীট,গ্রন্থাগার,রাষ্ট্রযন্ত্রের কতিপয় আমলা, মন্ত্রী পাড়ায়,ধর্মতলায়।
.
ঈশ্বর,মানুষ,বিজ্ঞান,গনতন্ত্র পরাজিত,
কবিতা এখন একমাত্র আশ্রয়।
এখন কবিতা রচিত হবে অর্গ্যাজমের মতো স্বতঃস্ফূর্তিতে।
অশ্লীল গালাগাল,রাষ্ট্রতন্ত্রের বিপক্ষে বিপ্লবী আন্দোলনের ব্লু-প্রিন্টের মতো ছড়িয়ে পড়ুক সাইক্লোস্টাইল মেনিফেস্টো।
সমীর,শক্তি,বিনয়,দেবী কবি পদাতিক হাংরি জেনারেশন!
কবিতার বিপ্লব,লিটেল ম্যাগ প্রথাবিমুখ শব্দের মিছিল।
ঘুম বীজে নির্লিপ্ত থাক চাঁদের শরীর;নৈবেদ্য শিল্পকথা।
.
কবিতা সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় না,বিভ্রমের বাগানে পুনরায় বৃক্ষরোপন করে না।
কবিতার বাগানে বারুদের গন্ধ,তির্যক শব্দের ঝলসে যাওয়া ত্রাসের স্ফুলিঙ্গ।
আগুন জলে জীবন মাখি;প্রেমে ও দ্রোহে।
বাবুই পাখীর শৈল্পিক হাতে কবিতার সায়ানাইট...!
একটি লিটল ম্যাগে হাংরি জেনারেশনের অভ্যুদয় হবে পোষ্টমডার্ণিজম আইডিওলজি থিমে।
লেটস গো---হাংরি মুভমেন্ট!

No comments:

Post a Comment