Thursday, July 26, 2018

ঈর্ষার কারণে অনেকে বলেন হাংরি আন্দোলন ব্যর্থ

অনেকে বলেন হাংরি আন্দোলন ব্যর্থ । কিন্তু তাঁরা কারণ দর্শান না । তাঁরা সম্পূর্ণ আন্দোলনকে কেন ব্যর্থ বলছেন  যখন কিনা এই আন্দোলনে মলয় রায়চৌধুরী, শৈলেশ্বর ঘোষ, প্রদীপ চৌধুরীর মতন শক্তিমান কবিরা ছিলেন ? সুবিমল বসাক, বাসুদেব দাশগুপ্ত, সুভাষ ঘোষ, অবনী ধরের মতন গল্প-উপন্যাস লেখকরা ছিলেন । মলয় রায়চৌধুরীর 'ছোটোলোক' সিরিজের স্মৃতিচারণ কয়জন পড়েছেন ? তাঁর ট্রিলজি উপন্যাস 'ডুবেজলে যেটুকু প্রশ্বাস', 'জলাঞ্জলি', ' 'নামগন্ধ' কি তাঁরা পড়েছেন ? 
দেবী রায়ের কবিতার আঙ্গিক দ্বারা সত্তর, আশি, নব্বুই দশকের কবিরা প্রভূত প্রভাবিত হয়েছেন । দেবী রায়ের পূর্বে কবিতায় লজিকাল ক্র্যাক অর্থাৎ যুক্তিভাঙন ছিল না । তাহলে হাংরি আন্দোলনকে আলোচকরা ব্যর্থ বলছেন কোন সুবাদে ? 
কোনো সন্দেহ নেই যে যাঁরা হাংরি আন্দোলনকে ব্যর্থ বলে ঘোষণা করে দিচ্ছেন তাঁরা হয় ঈর্ষার করণে তা করছেন অথবা হাংরি আন্দোলনকারীদের কবিতা-গল্প-উপন্যাস তাঁরা পড়েননি ।

No comments:

Post a Comment