Thursday, February 20, 2020

শান্তা গাঙ্গুলি ও শীর্ষ ব্যানার্জির ঈর্ষা

Shanta Ganguly Dear admin n...how is this relevant?

  • Shanta Ganguly What is poetry to you,is a shitload of misogyny to me...
    Therefore not finding it relevant!
    Wiki page does not mean immortality unless in vast wastebin of internet!


    (misogyny

    /mɪˈsɒdʒ(ə)ni/

    Learn to pronounce

    noun

    dislike of, contempt for, or ingrained prejudice against women.)

    body shaming

    noun

    the action or practice of humiliating someone by making mocking or critical comments about their body shape or size.

    "she is not the only celebrity to speak up about body shaming"

    adjective

    expressing mockery or criticism about a person's body shape or size.

  • Subhadip Banerjee Shanta Ganguly এখানে মিসোজিনির পার্টিকুলার কোন জিনিস বা পয়েন্টগুলো পেলেন, জানালে বাধিত হব।
    আমার দৃষ্টিভঙ্গি থেকে তো পেলাম না, যদি জানাতেন আনন্দিত হতুম।

  • Shanta Ganguly My comment my perspective!

  • Granthik Banerjee Shanta Ganguly apni onake chenen? Do you know him?

  • Shanta Ganguly So it should be acceptable if posted by a well-known person but will be unacceptable if posted by Tom-Dick-Harry!If it is not bigotry....
    He renders woman to a soulless body and objectifies to nothing better than a কোলবালিশ!
    I don't think this materi
    al requires resurrection in today's world,where a large number of people suffer from body dysmorphia and eating disorders...
    I have attracted negative comments previously by criticizing মেমসাহেব, sorry I don't think I shall ever learn the ways of sycophantic adulation which seems to be the norm of this learned group

  • Shirsa Banerjee আপনার এই ক্ষভিতা-ও আমার ভাল্লাগে না। তাই রিপোর্ট মারছি।

  • শৈবাল ঘোষ-এর ঈর্ষা

    Avishek DebRoy আমাদের দুর্ভাগ্য যে মলয় রায়চৌধুরীর সাথে রোদ্দুর রায়কে এক করা হচ্ছে । তাও ভাষা দিবসের প্রাক্কালে । একজন ইংরেজি সাহিত্যের ছাত্র হিসেবে beat movement আর হাংরিয়ান আন্দোলন আমায় ভীষণ টানে । হ্যাঁ গিন্সবার্গের মতন কবিতা আন্দোলনে সুনীল গঙ্গোপাধ্যায় দের জোর করে কমিউনিস্ট কালার লেপে দিয়ে একটা পক্ষ টানার বিরোধী আমিও । কিন্তু তাই বলে এটা ভাবতে কষ্ট হচ্ছে যে আজকের দিনের progressive literature এর কথা বলা মানুষ এইসব বলছে ? সরাসরি অপমান !

    তাহলে শক্তি, সুনীল, নবারুণ, বিনয় মজুমদার, জ্যাক কেরুয়াক, গিন্সবার্গ ফার্লিঙগেটি, গ্রেগরি করসো সবাই অশ্লীল । রবীন্দ্রনাথ, চণ্ডীদাস, বিদ্যাপতি রাও রোদ্দুর রায় এক একজন ।

    খুব আঘাত পাওয়ার দিন । বাঙালি বুদ্ধিমত্তা আজ বিপন্ন । ছিঃ । লজ্জা করছে । মলয়দা আমাদের ক্ষমা করবেন আপনার মত হাংরি জেনারেশনের শেষ জীবিত কবিকে বইয়ের ছবি পোস্ট করে নিজের পরিচয় দিতে হচ্ছে বলে ।
  • Saibal Ghosh ব্যক্তিগত উপলব্ধিকে সার্বজনীন করে তুলতে না পারলে যাকে সাহিত্য বলতে পারিনা, আসলে শুধু অশ্লীল শব্দ থাকলেই অশ্লীল হয়না, অশ্লীল শব্দ প্রয়োগ না করেও অশ্লীলতা প্রকাশ করা যায়, লেখক বলতে চেয়েছেন, যে বাহুতে ঘুমোতে চান, সেখানে ছোট বুক আর সরু কোমর জোর করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এনেছেন, যা অপ্রয়োজনীয়, তাই এখানেই তিনি নিয়ন্ত্রণে ব্যর্থ ।

    • Bidisha Chakrabarti Saibal Ghosh Wordsworth বলেছিলেন, Poetry is spontaneous overflow of powerful feelings. তাহলে spontaneity বাদ দিয়ে কবিতা লিখতে বলছেন?

  • Saibal Ghosh Bidisha Chakrabarti স্পনটেনিয়াস যা কিছু বেরোবে তাই কবিতা হয়ে যায়-এটা আমার মনে হয়নি, এ নিয়ে বহুজনের বহু মত রয়েছে, ওয়ার্ডস ওয়াথ কে তো ভুল বলতে পারিনা, কিন্তু আমারও যৎসামান্য উপলব্ধি আছে, তা গ্রহণযোগ্য হবে কিনা তা অন্য বিষয় ।আবেগের বশে কবিতা লেখা আর আবেগ সর্বস্ব হওয়া এক নয়, আবেগকে, উপলব্ধিকে যুক্তি সঙ্গত ভাবে নিয়ন্ত্রিত না করতে পারলে তা সাহিত্য হয় কী করে, হ্যাঁ, অনেকেই লিখেছেন, লিখছেন, বেঁচে থাকাটাই মৌলিকত্ব ।

  • কৌশানী চ্যাটার্জির ঈর্ষা

      Koushani Chatterjee শরীর অনেক গল্প কবিতায় থাকে।কিন্তু শারীরিক গঠন দিয়ে কোনো মহিলাকে বিচার করা বা তুলনা করাটা নিম্ন মানসিকতা ছাড়া কিচ্ছু লাগে না।
      আমি যদি কাব্য করে বলতাম "আমার মোটা বেঁটে ছেলে ভালো লাগেনা।লম্বা রোগা ছেলে অনেক ভালো",তাহলে সবাই যাতা বলত।
      এখন কবি বিখ্যাত বলে "উলঙ্গ রাজার" মতন এই জঘন্য তুলনাটাকেও বাহবা দিতে হবে।
      • সুমন্ত প্রামানিক Koushani Chatterjee হাংরি জেনারেশন তো এই ঠোঁটকাটা স্বভাব এর জন্যই কুখ্যাত। যেটা মনে আসে সেটা এরা লেখেন। কামনার ন্যারেটিভ এ সুশ্রী রংবাহারি ভাষার প্রলেপ দেওয়ায় হাংরি রা কোনোদিন এ বিশ্বাসী ছিলোনা। আর লম্বা বেঁটে, মোটা, পাতলা এইসব শারীরিক গঠন নিয়ে তুলনা হাজার একটা আছে বাংলা সাহিত্যই। কেও যাতা বলেনা।
    • Koushani Chatterjee সুমন্ত প্রামানিক আপনি বলেন না,আপনার ব্যাপার,আমার লাগতেই পারে,আরও অনেকেরও লাগবে।
      ফর্সা সুন্দর কালো বাজে, রোগা ভালো মোটা খারাপ, লম্বা ভালো বেঁটে বাজে - এসব উপমা দেওয়া body shaming ছাড়া কিচ্ছু না।
      একজন অখ্যাত লেখক এসব তুলনা করলে যারা বাহবা দিচ্ছে তারাই নিন্দা করত

    সুশোভন রায়-এর ঈর্ষা

     মলয় রায়চৌধুরী ব্যাপারটাকে আপনি যে খারাপভাবে নিচ্ছেন না বরং তারিয়ে উপভোগ্য করছেন সেটা ধরে নিয়েই আপনার জন্য কিঞ্চিৎ সহানুভূতি রেখে গেলাম।
    থ্রেডের প্রথমেই প্রত্যয়দর্পী রিপোর্টকারিণী পড়েন টড়েন বলে একটু প্রচার (?) আছে উপরন্তু ২৩টা দাঁত-ক্যালানো গণরি
    য়্যাক্ট ইতিমধ্যেই পেয়ে বুক ফুলিয়ে (দোহাই নারীবাদী কাকিমা তেড়ে আসবেন না!) বসে আছেন বলে আপনাকে এখানে বিশেষ শ্রম করতে হবে না।
    বোঝেন তো, বাংলা সাহিত্য-পড়া যুবতী প্রতিক্রিয়াশীল ফেবু-খুকি সিলেবাস-প্যাঁদানো অভিজ্ঞতায় ভারতচন্দ্র থেকে আরম্ভ করে খুব বেশি দূর এগোতে পারেন নি — বড়োজোর ১ ছটাক বঙ্কিম সাড়ে ৩ সের শরৎ ও ৬০ মন রবীন্দ্রের সঙ্গে পোয়াটাক বিভূতি প্লাস তারাশঙ্করের চাকনা ছিটানো লাবড়া সাপটে এখন নীতিঠাকমার পুণ্য দায়িত্ব স্বেচ্ছায় পালন করছেন “স্বচ্ছ ভারত”-তুল্য তৎপরতায়।
    যদিও, আপত্তির মূল কারণ — “মোটা ও মসৃণ তুলতুলে বাহু”-র মধ্যে যে অনাধুনিক আটপৌরে মাধুর্য আছে তা আপনার প্রিয় অথচ “ছোট বুক” ভাল্লাগে না আপনার। বলিহারি আপনার রুচি। এ ভারি অন্যায়! ক্রমশ অ্যানোরেক্সিয়া আক্রান্ত বেআক্কেলে ফ্যাশনিস্তার সামনে সত্যি কথা টুসকি মেরে মুখের উপর বললে মুখঝামটা খেতেই হবে সাবেকি misogynist হওয়ার অভিযোগে।
    আরে... মহায়, আলঙ্কারিক আড়ম্বর ছেড়ে সোজা কথার সরল স্বীকারোক্তি যে ডিসফাংশনাল হরমোন-স্রাবী অপরিণত দেহের মেয়েছেলেটার হীনম্মন্যতা ফিরিয়ে আনতে পারে — এবার থেকে সেটাও খেয়াল রাখবেন মাইরি। তাছাড়া, আপনার কুখ্যাত “ক্ষতিভা” যে সেই ব্যঙ্গললনার “সতীভা” কটাক্ষে বিঁধে মানসিক শান্তি এক রাতেই চটকে চুয়াত্তর করতে পারে — সে খেসারত কে দেবে শুনি!
    (কে এই মলয় মাকড়া? আমি তো ফালগুনী রায়, অরুণেশ ঘোষ, সুবিমল বসাক কাউকে চিনি না; রাঘব বন্দ্যোপাধ্যায় ও নবারুণ ভট্টাচার্য পটল তুলেছে তাতে আমার ছেঁড়া যায়নি কিসসু। পেঁয়াজি মারা হচ্ছে বইয়ের গ্রুপে?)