Avishek DebRoy আমাদের দুর্ভাগ্য যে মলয় রায়চৌধুরীর
সাথে রোদ্দুর রায়কে এক করা হচ্ছে । তাও ভাষা দিবসের প্রাক্কালে । একজন
ইংরেজি সাহিত্যের ছাত্র হিসেবে beat movement আর হাংরিয়ান আন্দোলন আমায়
ভীষণ টানে । হ্যাঁ গিন্সবার্গের মতন কবিতা আন্দোলনে সুনীল গঙ্গোপাধ্যায় দের
জোর করে কমিউনিস্ট কালার লেপে দিয়ে একটা
পক্ষ টানার বিরোধী আমিও । কিন্তু তাই বলে এটা ভাবতে কষ্ট হচ্ছে যে আজকের
দিনের progressive literature এর কথা বলা মানুষ এইসব বলছে ? সরাসরি অপমান !
তাহলে শক্তি, সুনীল, নবারুণ, বিনয় মজুমদার, জ্যাক কেরুয়াক, গিন্সবার্গ ফার্লিঙগেটি, গ্রেগরি করসো সবাই অশ্লীল । রবীন্দ্রনাথ, চণ্ডীদাস, বিদ্যাপতি রাও রোদ্দুর রায় এক একজন ।
খুব আঘাত পাওয়ার দিন । বাঙালি বুদ্ধিমত্তা আজ বিপন্ন । ছিঃ । লজ্জা করছে । মলয়দা আমাদের ক্ষমা করবেন আপনার মত হাংরি জেনারেশনের শেষ জীবিত কবিকে বইয়ের ছবি পোস্ট করে নিজের পরিচয় দিতে হচ্ছে বলে ।
তাহলে শক্তি, সুনীল, নবারুণ, বিনয় মজুমদার, জ্যাক কেরুয়াক, গিন্সবার্গ ফার্লিঙগেটি, গ্রেগরি করসো সবাই অশ্লীল । রবীন্দ্রনাথ, চণ্ডীদাস, বিদ্যাপতি রাও রোদ্দুর রায় এক একজন ।
খুব আঘাত পাওয়ার দিন । বাঙালি বুদ্ধিমত্তা আজ বিপন্ন । ছিঃ । লজ্জা করছে । মলয়দা আমাদের ক্ষমা করবেন আপনার মত হাংরি জেনারেশনের শেষ জীবিত কবিকে বইয়ের ছবি পোস্ট করে নিজের পরিচয় দিতে হচ্ছে বলে ।
Saibal Ghosh ব্যক্তিগত
উপলব্ধিকে সার্বজনীন করে তুলতে না পারলে যাকে সাহিত্য বলতে পারিনা, আসলে
শুধু অশ্লীল শব্দ থাকলেই অশ্লীল হয়না, অশ্লীল শব্দ প্রয়োগ না করেও অশ্লীলতা
প্রকাশ করা যায়, লেখক বলতে চেয়েছেন, যে বাহুতে ঘুমোতে চান, সেখানে ছোট বুক
আর সরু কোমর জোর করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এনেছেন, যা অপ্রয়োজনীয়, তাই
এখানেই তিনি নিয়ন্ত্রণে ব্যর্থ ।
- Bidisha Chakrabarti Saibal Ghosh Wordsworth বলেছিলেন, Poetry is spontaneous overflow of powerful feelings. তাহলে spontaneity বাদ দিয়ে কবিতা লিখতে বলছেন?
Saibal Ghosh Bidisha Chakrabarti
স্পনটেনিয়াস যা কিছু বেরোবে তাই কবিতা হয়ে যায়-এটা আমার মনে হয়নি, এ নিয়ে
বহুজনের বহু মত রয়েছে, ওয়ার্ডস ওয়াথ কে তো ভুল বলতে পারিনা, কিন্তু আমারও
যৎসামান্য উপলব্ধি আছে, তা গ্রহণযোগ্য হবে কিনা তা অন্য বিষয় ।আবেগের বশে
কবিতা লেখা আর আবেগ সর্বস্ব হওয়া এক নয়, আবেগকে, উপলব্ধিকে যুক্তি সঙ্গত
ভাবে নিয়ন্ত্রিত না করতে পারলে তা সাহিত্য হয় কী করে, হ্যাঁ, অনেকেই
লিখেছেন, লিখছেন, বেঁচে থাকাটাই মৌলিকত্ব ।
No comments:
Post a Comment