- সুমন্ত প্রামানিক Koushani Chatterjee হাংরি জেনারেশন তো এই ঠোঁটকাটা স্বভাব এর জন্যই কুখ্যাত। যেটা মনে আসে সেটা এরা লেখেন। কামনার ন্যারেটিভ এ সুশ্রী রংবাহারি ভাষার প্রলেপ দেওয়ায় হাংরি রা কোনোদিন এ বিশ্বাসী ছিলোনা। আর লম্বা বেঁটে, মোটা, পাতলা এইসব শারীরিক গঠন নিয়ে তুলনা হাজার একটা আছে বাংলা সাহিত্যই। কেও যাতা বলেনা।
- Koushani Chatterjee সুমন্ত প্রামানিক আপনি বলেন না,আপনার ব্যাপার,আমার লাগতেই পারে,আরও অনেকেরও লাগবে।
ফর্সা সুন্দর কালো বাজে, রোগা ভালো মোটা খারাপ, লম্বা ভালো বেঁটে বাজে - এসব উপমা দেওয়া body shaming ছাড়া কিচ্ছু না।
একজন অখ্যাত লেখক এসব তুলনা করলে যারা বাহবা দিচ্ছে তারাই নিন্দা করত
Koushani Chatterjee শরীর অনেক গল্প কবিতায় থাকে।কিন্তু শারীরিক গঠন দিয়ে কোনো মহিলাকে বিচার করা বা তুলনা করাটা নিম্ন মানসিকতা ছাড়া কিচ্ছু লাগে না।
আমি যদি কাব্য করে বলতাম "আমার মোটা বেঁটে ছেলে ভালো লাগেনা।লম্বা রোগা ছেলে অনেক ভালো",তাহলে সবাই যাতা বলত।
এখন কবি বিখ্যাত বলে "উলঙ্গ রাজার" মতন এই জঘন্য তুলনাটাকেও বাহবা দিতে হবে।
আমি যদি কাব্য করে বলতাম "আমার মোটা বেঁটে ছেলে ভালো লাগেনা।লম্বা রোগা ছেলে অনেক ভালো",তাহলে সবাই যাতা বলত।
এখন কবি বিখ্যাত বলে "উলঙ্গ রাজার" মতন এই জঘন্য তুলনাটাকেও বাহবা দিতে হবে।
No comments:
Post a Comment