মলয় রায়চৌধুরীর আত্মপ্রচারসর্বস্বতা,চালাকি,মিথ্যাচার ও ভন্ডামীর কারণে কিছুটা হলে হাংরি জেনারেশন তথা বাংলা কবিতার অন্যতম মেরুদন্ড শৈলেশ্বর ঘোষ
তুলনামূলক অনেকটাই কম পঠিত ও পরিচিত৷যদিও এর কারণ কবির
আত্মপ্রচারবিমুখতা,খ্যাতি,পুরস্কারকে সন্দেহ ও ঘৃণা করাও কিছুটা হতে
পারে৷মহৎ কবির বৈশিষ্ট্য আর কী৷বাংলা কবিতার ভাষাবিমোচনকারী মৌলিক স্বরের
এই কবি প্রতিষ্ঠান বা 'ক্ষমতার ভাষা'কে পরিহার করে নিজনির্মিত স্বতন্ত্র
ভাষায় আজীবন কবিতা,গদ্য,নাটক রচনা করে গেছেন৷তাঁর রচনা প্রতি মুহূর্তে
আমাদের বিবেকের সামনে দাঁড় করায়,আমাদের
সামাজিক মুখোসগুলো খসে পড়ে তাঁর কবিতার মুখোমুখি হলে৷আজীবন যে কবিকে
মার্জিনের দিকে ঠেলে দেওয়া হয় ক্রমশ,যখন তাঁর বেশকিছু পাঠক হয়,তাঁকে আর
কিছুতেই অস্বীকার করা যায়না,তখন সেই প্রতিষ্ঠানই আবার তাঁকে নিয়ে ব্যবসা
করে৷মুনাফালোভী নগ্নতার এই তো চরিত্র!আজ এই অস্থির সমাজে,বন্ধা সময়কালে
শৈলেশ্বরের রচনা অনিবার্য হয়ে উঠেছে৷
তৃণমূলের দলদাস ও প্রতিষ্ঠানের বরপুত্র শৈলেশ্বর ঘোষ প্রদীপ জ্বালাচ্ছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুষ্ঠানে ।
তৃণমূলের দলদাস ও প্রতিষ্ঠানের বরপুত্র শৈলেশ্বর ঘোষ প্রদীপ জ্বালাচ্ছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুষ্ঠানে ।
No comments:
Post a Comment